ভ্রম এক খুলে ফেলা রঙ ভেবে
শান্ত
কেমন
একটা কাগজের স্ক্রিন বারবার
ফেইল করছে
অভ্যস্ত পাথর কিছু
নীল হয়ে
ধ্বনির ভেতর কার দ্বিধা
এবড়োখেবড়ো
কবিতার ভরকেন্দ্র ও যোজ্যতায়
দূর এক ভাব
চোখের মগজ ফুঁড়ে
প্রবণতা নামে কোনও পড়ে যাওয়া গান
গুঁড়ো গুঁড়ো
সম্পর্ক রেখেছে…
ভাসমান
খালি করা কবিতার পোশাক ভর্তি
কাঁচের দিন
পেরিয়ে আসে
ছুটি নেয়
আঙুলের লগ্নবদল
দ্যাখে
চোখেদের একদিন ঘোর
জ্বর হলে
প্রিয়
ভাসমান শব্দটি
অধিগ্রহণ করতে করতে
যতদূর ছায়াটি তরল হয়েছে
ভাঁজ হয়েছে
সকাল
এক খুব ঋতু হয়ে…