কবিতায় নৃপেন চক্রবর্তী

ডাক
জলের ওপর কুয়াশার ছায়া পড়ে আছে
ভোরের রোদ্দুর মেখে ফুটে উঠছে ছবি
ওপারে ইশারা চোখ,
ডেকে যায় বসন্ত বালিকা!
শীতের চাদর ফেলে পাল্টে যাচ্ছ সময়
রক্ত মাতাল হয়ে প্রিয় মুখ খোঁজে,
বনে বনে আগুন উৎসব।
বসন্ত বালিকা ডাকে,
কেঁপে ওঠে বুক,
ছায়া গন্ধ পড়ে থাকে শূন্য বিছানায় ।
পলাশে ভরেছি বুক,
পড়ে থাক স্বজন বন্ধন
ওপারে ইশারা চোখ ,
ডেকে যায় বসন্ত বালিকা!