অপরাহ্নে ছায়া ফেলা অক্ষরমালা
নি:শব্দ, নিশ্চুপ জলছাপ চিহ্নে
শুয়ে থাকে জীবনের পাশে|
কোথা থেকে ছুটে আসে আলো|
আলোকিত পথে সার দিয়ে
হেঁটে যায় গোলাপী স্থলপদ্মের দল|
যাদের কথা বলা হয়নি
সূর্যের দক্ষিণায়নের ছক ভেঙ্গে
যারা হারিয়ে গেছে সুষুপ্তিতে…
আমায় ছেড়ে যাওয়া মানুষ মানুষীরা
ক্রমশ: ফুরিয়ে আসছে কবিতার শব্দেরা|
খাদের ভিতর নেমে যাচ্ছে পৃথিবীর শেষ কবিতা|