T3 || স্তুতি || শারদ বিশেষ সংখ্যায় নমিতা বসু

কুঁড়ি থেকে একটা সম্পূর্ণ ফুল
যখন একটা মধ্য রাত্রির আকাশের ঔদার্য,
যখন কিছু কিছু অসহায় নক্ষত্রের উপস্থিতি,
যখন একটা জলরশির শান্ত সৌন্দর্য ব্যাক্তিত্ব,
যখন একটা পাগলের ঘুমহীন চোখের সাবলীলতা,
যখন একটা প্রাণীর অস্তিত্ব ধরে রাখার অস্থিরতা,
যখন একটা গাছের শেকড়ের গভীরতা আঁকড়ানোর প্রচেষ্টা,
যখন একটা কলম কোনো কবির হাতে একমাত্র সম্পদ,
যখন আকাশটা অতি ধীরে ধীরে লাল হতে থাকে,
যখন একটা পাখির মিষ্টি সুরেলা কণ্ঠ অতি যত্নে সুরায়িত,
ওরা আমাকে যে যার মত করে দ্যেখে,
আমি ও তাদের প্রত্যেককে দেখি আর পূর্ণতা লাভ করি।
তখন ঝরে যাওয়ার আর আক্ষেপ থাকে না।