হৈচৈ কবিতায় নীলাঞ্জনা ভট্টাচার্য

মেঘপাখিদের গল্পকথা

নীল আকাশে যায় ভেসে ওই
ছোট্ট হলুদ পাখি
পালতোলা এক মেঘের হাতে
পরাল আজ রাখি ।

আমোদ ভারি মেঘের আজি
গর্বে ভরে বুক
আদরমাখা বৃষ্টি হয়ে
ঝরেই হল সুখ ।

রামধনু রঙ ছড়িয়ে আছে
পাখির ছোট পাখায়
ধরার মাঝে সবাইকে সে
ভালবাসা শেখায় ।

মেঘপাখিদের গল্পকথা
শুনতে যদি চাও
আকাশজোড়া বইয়ের পাতা
খুঁজে তুমি নাও ।।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *