মেহেফিল -এ- শায়র নাসরিন আক্তার (নির্বাচিত কবিতা)

আমরা মানুষ
আমি নারী
আমি মানুষ
নারীতো প্রকৃতি
আর সৃষ্টির সমাহার।
নারী বীজতালা
কৃষক সজতনে ফলায় শস্য,
যারা বুঝেনা তারা
সৃষ্টিকেই করে তাচ্ছিল্য
তারা নির্বোধ।
শুধু নারী কিংবা পুরুষ
জটায়ু বৃক্ষের মত,
আমি মানুষ
হ্যাঁ আমরা মানুষ
অপরূপ সৃষ্টি আমরা
আমিয় সৃষ্টির আধার।