|| বাইশের বাইশে শ্রাবণ একটু অন্যরকম || বিশেষ সংখ্যায় নাসির ওয়াদেন

শ্রাবণ মিথ
এ শ্রাবণে বৃষ্টি তো নয় আগুন উড়ে অগ্নি-পাখি
হারিয়ে গেছে শান্তি সুখ, ক্লান্ত কোমল গাছে
বৃষ্টি-পেঁচা লুকিয়ে গেছে আলো পাছে
ধূ ধূ পোড়ায় হৃদয়গুলো, সে তাপ সেঁকি
কত চোখের জল ঝরেছে এই শ্রাবণে
মৃত্যু কঠিন,কঠিন ব্রত কবির প্রাণে
ঝরঝর বৃষ্টি কোথা পাবক বনে
কারো দেখা নাইরে কবি একলা চলে
অন্য দেশে দূর গগণে
শোকতাপ,দুঃখজ্বালা, ঢের পেয়েছি ছলে
সেই কবিকে ভুলতে পারি ? ভাসছে নয়ন অশ্রুজলে ।
লাল হলুদ ঘাসের চোখ
ভাদরটা তো বড্ড বেশি বেয়ারা ঘোড়া
ছুটে ছুটে আসে জনপদ ভেঙে
ঐশ্বর্যের চোখে মুখে ভাললাগার ছায়া
কদমগাছটার নীচে নীল প্রজাপতি
শাপলা শালুক আর বিষহরি তিনজনে
কেলি করে দুপুরের সাথে
বস্তাপচা রোদ মেখে ওরা নাইছিল জলে
নষ্টজলে প্রেমের স্রোত
সমস্যা আর প্রতারণা দুজনের সাথে
দুঃখ ভাগ করে নিল ভুঁড়িওয়ালা
এভাবে মরা মাছের পেছনে দৌড়ে কী লাভ,
সুখের কেরানি হওয়া ঢের ভাল,
কুর্শি,তক্তোপোষ নাতজামাই এর থাক
লালহলুদ ঘাসের চোখ স্বপ্ন দেখে এষণার
রাত্রি গভীর হলে কখনও এস না সোনা