কবিতায় পদ্মা-যমুনা তে নয়ন

বসন্ত বাতাসে

ছড়িয়ে যাক সুখ সৌরভে
এমন মধুর বসন্ত বাতাসে,
ভরিয়ে দাও সখি প্রাণ আমার
তোমার কণ্ঠে গানের আবেশে।
মনেতে দোলাও খুশির পবন ,
ঘুচে যাক যত লুকোনো দহন।
পাখিদের গুঞ্জনে মুখরিত আজ
শাল পিয়ালের বন,
ফাগুনের আগমনে আলোড়িত হলো
আমাদের চঞ্চলা মন ।
দুচোখের তারায় খেলে সুখ রাশি রাশি
প্রফুল্ল মনেতে দোলে ফাগুনের হাসি ।
নাচিছে আমার মন ,
বসন্ত সমাগমের আনন্দে ,
সখি…..
বসন্ত সমাগমের আনন্দে …

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।