প্রিয় অরিন্দম ,
তোমার জন্য সাইরুর মেঘের আড়ালে
লুকিয়ে রেখেছি ভালোবাসা নামক স্পন্দনগুলোকে,
যদি কখনো নিজেকে পেঁজা তুলোর মত ওই মেঘ বাড়ীর বাসিন্দা করে আমায় ছুঁয়ে দেখতে চাও,
তবে মেঘের আড়ালে ঢাকা স্পন্দনগুলোকে খুঁজে নিও।
তুমি দেখে নিও ….
তখন আমি অবিশ্রান্ত বৃষ্টি হয়ে ঝরবো তোমার চোখে মুখে,
এতদিন মেঘ জেনেছে আমার লুকোনো অভিমান,
মৃত্তিকাও জেনে গেছে আমার কান্নার রঙ কেমন,
তুমিও না হয় বুঝে নিও
তোমার জন্য আমার সকল বিসর্জন!
মিথিলা।