মেহেফিল -এ- শায়র মিতা সালেহ উদদীন (নির্বাচিত কবিতা)

উঠানের মাঝে
দুপুরের রোদঝাড় সরে গেলে
বিলাপের পুষ্পদেহ আমচুর হয়ে যায়
সেই দিনের উঠানের মাঝে কয়েকটা দিন ছিলো
লজ্জাবতী লতা হয়ে
কয়েকটা দিন ছিলো
ছিনতাই কবলিত হয়ে
কয়েকটা দিন ছিলো
বিবর্ণ ঝরাপাতার মতো
কয়েকটা দিন ছিলো
মাকড়সা স্বপ্নের মতো
কয়েকটা দিন ছিলো
জানালার গলা ফাঁকে শূন্যে
বিষন্ন মেঘে বুক চেপে
কয়েকটা দিন ছিলো
সরে যাওয়া চাঁদের স্থানে
মনের হ্যারিকেন জ্বালানো
সেই দিনের উঠানের মাঝে কয়েকটা দিন ছিলো
পোড়া দিনের ক্ষত কাগজ
শেষ টুকরো ছিড়ে ছুড়ে পশ্চাদ পথ ভুলে যাওয়া
জগতদূর্যোগে টিকে থাকাও কম নয়।।