T3 || সমবেত চিৎকার || বিশেষ সংখ্যায় মৌ সেন শর্মা

বহ্নিশিখা
যে মেয়েটা সেদিন টুকটুকে
লাল রং মেখে রাস্তার পাশে ছিল,
সেও আজ দলের সাথে সাথে।
যাকে ঘিরে আজ মিটিং, মিছিল,
সে আজ দূর থেকে ঐ মেয়েটাকে
নিরীক্ষণ করছে, আর বাঁকা হাসি,
প্রতিবাদীদের জন্যে—
মেয়েটি জানে প্রতি রাতে,
টুকটুকে লাল রং বিক্রি হয়-
যার জন্য আজ প্রতিরোধ,
সে জানে টুকটুকে ঠোঁটের রক্তের
লবনাক্ত স্বাদ, প্রতিদিন মেয়েটার জীবনে-
তবু মেয়েটার হাতে মোমবাতির আলো নয়,
রক্ত রং-এর আগুন মশাল।
হাতে হাতে বিক্রি হতে হতে,
মেয়েটি অনুভব করতে পারে,
ধর্ষিতার আর্ত চিৎকার।
ধুলো আর রক্তের পাশবিক খেলা,
প্রতিবাদ আজ চারিদিকে,
নিয়নের আলোর তলার মেয়েরাও
হাঁটছে, হাঁটছে বহ্নিশিখা হয়ে,
প্রতিবাদ হোক জোয়ার
প্রতিরোধ হয়ে উঠুক আন্তরিক।
সস্তার বিক্রি দেহটাকেও
যেন সকলে সম্মান করে।
বহ্নিশিখা তুমি হয়ে ওঠ নতুন আলো,
পথ দেখাও কালো অকেজো জং ধরা মন-