শোকাহত মনটা যে আজ খুব ভারি,
প্রতিদিনই বাড়ছে বেশ লাশের সারি।
চারিদিকে হাহাকার ও করোনার বিস্তার,
ধনী আর গরীব কেউ ই পাচ্ছেনা নিস্তার।
যমদূত দোরগোড়ায় এসে কড়া নাড়ছে,
দিনদিন আতংক আর টেনশন বাড়ছে।
অতীতে জীবন রঙিন ছিলো ঝিলমিল,
করোনায় ম্লান সেসব মৃত্যুরই মিছিল।
স্বাভাবিক জীবন এখন একেবারে বন্ধ,
দুঃখের চাদরে কপাল পোড়া আর মন্দ।
চোখের সামনে স্বজন ছটফট করে,
করোনার নীল বিষে যাচ্ছে যে মরে।
কান পেতে শুনছি করুণ সব খবর,
শ্মশানে কারো দাহ হচ্ছে যে কবর।
লাশের গন্ধে স্তব্ধ বাতাসের নিঃশ্বাস,
জীবনের এখন আর নেই কোন বিশ্বাস।
আতংকে দিন শেষে কাটছে যে রাত,
শিকলে বাঁধা আজ কর্মের দুটি হাত।
থেমে গেছে কোমলপ্রাণ শিশুদের পড়া,
জ্ঞানের আলোয় হচ্ছে না জীবন গড়া।
মৃত্যুর মিছিল হয়তো ডাকছে আমায়,
বিশুদ্ধ হতে চাই সকলেরই ক্ষমায়।
হে প্রভু জ্বেলে দাও শান্তির ই আলো,
দূর করো মৃত্যু আর আঁধার কালো।