আমার শিক্ষা জীবনে অনেক শিক্ষক ও শিক্ষিকা পেয়েছি, তার মধ্যে বেগম সামছুন্নাহার ম্যাডাম ছিলেন অন্যতম সেরা। আমি ব্রাহ্মণবাড়িয়া শহরতলি আমার জন্মস্থান প্রিয় সুহিলপুর বাজারের পাশে প্রিয় পাঠশালা জিল্লুর রহমান উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণী থেকে এস এস সি পর্যন্ত এখানেই পড়াশোনা করেছি। ১৯৯৫ সালে এই স্কুল থেকেই মেট্রিক পাশ করি, আমার পাশের খবর শুনে ওনি অনেক অনেক খুশি হয়েছিলেন, আর নিজ থেকে মিষ্টি কিনে খাইয়েছিলেন। এখানকার সকল শিক্ষক ই আমার প্রিয়জন, এর মধ্যে বেগম সামচ্ছুন্নাহার ম্যাডাম ছিলেন খুবই ধার্মিক,অমায়িক, বন্ধুসুলভ । তিনি আমাদের ইংরেজি পড়াতেন, ওনার প্রতিটি ক্লাশ, প্রতিটি উচ্চারণ খুব ই সুন্দর ছিলো। ক্লাসেই সব পড়া বুঝিয়ে দিতেন, বাড়ি ফিরে আর ইংরেজি পড়তে হতো না। আমি একটু দুষ্টু প্রকৃতির ছিলাম, একবার দুষ্টু করতে যেয়ে ওনার বকুনি হজম করতে হয়েছিল, পরে তিনি অবসরে কাছে ডেকে অনেক আদর করেছিলেন। আমার কবিতা লেখার হাতেখড়ি ওনার কাছেই, সপ্তম শ্রেণীতে যখন পড়তাম তখন ওনার ক্লাসে বসেই কোন এক ফাঁকে আমার জীবনের প্রথম ছড়াটি লিখি। ছড়াটির নাম ছিলো “ফায়ার সার্ভিস”। ওনার কাছ থেকে সবসময়ই সৎ পরামর্শ ও অনুপ্রেরণা পেয়েছি। এইতো চারদিন হলো
প্রিয় শিক্ষিকা আমাদের ছেড়ে পরপারে পাড়ি জমালেন, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক আমীন।