গারো পাহাড়ের গদ্যে মোহাম্মদ শামীম মিয়া

সকলের ভালোবাসায় জন্মদিন উদযাপন

আসসালামু আলাইকুম/ নমস্কার সকল কবি ও সাহিত্যিক ভাই ও বোনেরা, ১২ জুলাই আমার জন্মদিন উপলক্ষে সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য কৃতজ্ঞতা স্বীকার করছি। চিরসবুজ ও তারুণ্যের কবি রেজাউদ্দিন স্টালিন ভাই,
কবি ও সাংবাদিক, বহু ভাষাবিদ মাহমুদুল হাসান নিজামী ভাই, কবি ও অভিনেতা এ বি এম সোহেল রশিদ ভাই, কবি মোসলেহ উদ্দিন ভাই সহ আরো অনেক পরিচিত মুখের উপস্থিতি মুগ্ধ করেছে৷ কবি অধ্যক্ষ আরিফুর ভাই অত্যন্ত সুন্দর ভাবে উপস্থাপনা করছিলেন। বিদেশি তিনজন কবি আমার ভালোবাসার টানে এসেছিলেন,মিসরের কায়রোর আশরাফ আবুল ইয়াজিদ এবং
মেক্সিকান কবি ও সাহিত্যিক লরে হার্নান্নদেজ আলেকজান্দ্রো, কোলকাতার কবি ও শিক্ষক পত্রলেখা ঘোষ। আর্জেন্টিনা এবং ফিলিপাইনের কবিরাও
অনলাইন জন্মদিনের অনুষ্ঠানে যুক্ত হতে চেয়েছিলেন, আমার জন্মদিন সুন্দর করে
উদযাপন করায় সকলের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি, প্রিয় সংগঠন জাতীয় কবি ভুবন( জাকভ)র জন্য শুভকামনা ও শুভেচ্ছা।
এরকম সুন্দর একটা আয়োজন উপহার দেওয়ায় কবি মির্জা শফিক এম ভাইয়ের জন্য ভালোবাসা। সামনে কোরবানি ঈদ আসছে, ঈদের আনন্দের চেয়েও বেশি খুশি হয়েছি জন্মদিনে এত এত গুণী মানুষের ভালোবাসা পেয়ে! অনুষ্ঠান শুরু হওয়ার ঠিক ত্রিশ মিনিট আগে খুশিতে হাত কেটে ফেলি রক্ত ঝরছিলো, ওয়ান টাইম ব্যান্ডিজ হাতের আঙুলে লাগিয়ে যথারীতি অনুষ্ঠান শুরু করি, নয়টা থেকে রাত প্রায় রাত বারোটায় শেষ হয়, ঐদিন খুশিতে সারারাত ঘুমাইনি।
সাহিত্যের জন্য ই আমার জন্মদিনে এত এত মহান মানুষের ভালোবাসা পেয়েছি,
অসংখ্য সংগঠন আমাকে জন্মদিনের শুভেচ্ছা স্বরূপ ব্যানার, ফেস্টুন তৈরি করে উপহার দেয়, এটা আমার জীবনে পরম পাওয়া।
Spread the love

You may also like...

error: Content is protected !!