• Uncategorized
  • 0

T3 || অবিস্মরণীয় নজরুল || বিশেষ সংখ্যায় মৃদুল শ্রীমানী

কেন নজরুলের কবিতা পড়তে হবে

ওই যে বলেন, ‘জনগণে যারা জোঁক সম শোষে, তারে মহাজন কয়,’ ওই একটা পংক্তিতেই একজন কবি নিজের গোত্রপরিচয়টি সুস্পষ্ট করে দিতে পারেন। তাছাড়া গুঁড়ায়ে লঙ্কা পকেটেতে বোকা, এইবেলা ঢোকা.. এই ধরনের কথাও তাঁর মনের কাঠামোকে দেখিয়ে দিয়েছে।
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁকে সন্তানস্নেহে আপন করেছিলেন। ১৮৯৯ সালে জন্ম নজরুল ইসলামের। রবীন্দ্রনাথ ঠাকুরের ১৮৬১। বয়সের তফাতটা বাপ ছেলের মতোই। রবীন্দ্রনাথের কাছে আবদার করতেও জানতেন নজরুল। ধূমকেতু কাগজ বেরোনোর আগে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে আবদার ধরেছিলেন ধূমকেতু নিয়ে কিছু একটু লিখে দিতে হবে। রবীন্দ্রনাথকে এমন অনেক আবদার মেটাতে হত। অনেক অপছন্দের লোকের জন‍্যেও সহমর্মী কলম ধরতে বাধ‍্য হয়েছিলেন রবীন্দ্রনাথ। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের ক্ষেত্রে অমন হয়েছিল। দেশবন্ধুর বিপুল জনপ্রিয়তার দিকে তাকিয়ে তিনি পছন্দের মানুষ না হলেও রবীন্দ্রনাথ তাঁর মরণোত্তর অনুষ্ঠানে গিয়ে দু পংক্তি লিখে এসেছিলেন, এনেছিলে সাথে করে মৃত‍্যুহীন প্রাণ, মরণে তাহাই তুমি করে গেলে দান।
কিন্তু নজরুলের দিকে তাকিয়ে বললেন, আঁধারে বাঁধ অগ্নিসেতু।
এক অন্ধকারময় ভবিষ্যৎ অপেক্ষা করছে টের পেতেন রবীন্দ্রনাথ। দেশ তো স্বাধীন হবে। কিন্তু দেশের মানুষ কাঙ্ক্ষিত স্বাধীনতা পাবে কিনা, সেই নিয়ে রবীন্দ্রনাথ সন্দিহান ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের মধ‍্যেও এক পাগল ছিল। আমি ঢালিব করুণাধারা বলতে তাঁর দ্বিধা হত না। দেশের যৌবন যে কী যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে, এভাবে তিনি লিখতে পেরেছিলেন। নজরুলের লেখার অন্তরসম্পদের দিকে তাকিয়ে তিনি বুঝেছিলেন, এই কবির লেখা জনমনে মজবুত আসন পাবে। সেই সূত্রে নজরুলের প্রতি আশীর্বাদও ছিল। আঁধারে বাঁধ অগ্নিসেতু কথাটায় সেই অভিজ্ঞান আছে।
ধর্মমোহকে চিনেছিলেন রবীন্দ্রনাথ। তাকে ধিক্কার দিয়েছিলেন স্পষ্ট কণ্ঠে। নজরুলের কলমেও মোল্লা পুরুত ধর্মধ্বজীদের বিরুদ্ধে বিরক্তি ঝলসে উঠেছে।
আজ যখন দেশে ধর্ম নিয়ে কারবার চলে, পাবলিকের টাকা লুটে খেলে তার সুরক্ষা মিলতে অসুবিধা হয় না, তখন সে দুর্বৃত্তপনার বিরুদ্ধে যাঁঁরা রুখে দাঁড়াতে চাইবেন, তাঁঁদেরকে নজরুলের কবিতা অখণ্ড মনোযোগের সঙ্গে পড়তে হবে বৈকি!
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।