কবিতায় মনামী সরকার

সূত্র
ভালোবাসার সূত্রটা না শিখেই ভালোবেসেছিলাম।
কি অদম্য একটা ইচ্ছে ছিল বেঁধে বেঁধে রাখবো তোমায়।
তোমার জন্য কত গান লিখেছি, কাজল পরেছি চোখে, বড় করেছি চুল।
খরস্রোতা নদী থেকে শান্ত জলাশয় হয়েছি।
ঘূর্ণিঝড়ের মতো আমি শরতের শান্ত শীতল বাতাস হয়েছি।
কিন্তু কোথায় পারিনি তো বেঁধে রাখতে।
কখনো বা ভেবেছি যে যাবার সে যাবেই।
ভুল ভেঙ্গেছে যত ছিঁড়েছে বিনার তার
মুঠি আলগা হয়েছে তত।
আমি সেই আবার আগের মত।
বুঝেছি ভালবাসা মুক্ত বিহঙ্গের মতো
ছাড়তে শিখেছি যখন, সে ভালোবাসা ঘুরে ঘুরে আমায় খোঁজে তখন।
বুঝেছি যে থাকার সে এমনি থেকে যায়।