T3 ক্যাফে হোলি স্পেশাল এ মীনা সাহা

বসন্ত অভিসার
ওই এলো ওই এলো বসন্ত আজ
সৃষ্টি সুখে দিকে দিকে ফুলেরা মেতেছে বসন্ত অভিসারে
রঙে রঙে রাঙা হল প্রকৃতির ক্যানভাস
কোকিল ডেকেছে বনে
হৃদয়ে দোলা লেগেছে তার গানে
পলাশ দিয়েছে ঢেলে মনের মাধুরীতে
অপরূপ রূপসুধা মনের ধরণীতে
কৃষ্ণচূড়ার গান বসন্তের হিয়া জুড়ে
রাধাচূড়া মেখেছে হলুদ আবির রঙ
ওই এলো ওই এলো বসন্ত আজ
প্লাবিত হৃদয় হিল্লোলে হিল্লোলে…
রঙে রঙে রাঙা হল প্রকৃতির ক্যানভাস