T3 ।। কবিতা পার্বণ ।। বিশেষ সংখ্যায় মহুয়া সমাদ্দার

শিশিরের কথা

শিশিরের গায়ে লিখেছি যে কথা রোজ
সেকথা কি তুমি পড়তে পেরেছো আজও ?
আঁধারে রাঙানো দুচোখের নোনা জলে
ডুবতে পারে ভেসে চলা জাহাজ‌ও ।
সুখ চলকে পড়লে কফির কাপে
জানি বুঝবে না অশ্রু কাহাকে বলে
গাছের গোড়ায় সারেতে জমা পোকা
দেয় কি যেতে আগাছাকে বিফলে ?
তোমার শরীরে জমেছে যত মোম
হয়তো পুড়বে ফিনিক্স পাখির মতোই
হারিয়ে ফেলা মনটা লুকোবে যত
হারানোর ভয় বেড়ে যাবে জেনো ততই ।
আকাশের গায়ে নকশা আছে লেগে
বালিকা শরীর ফিরবে না জানি আর
কালো চশমাটা পরে নিয়ে তবু কেন
আড়চোখে আজও তাকাও বারেবার ?
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।