গল্পেসল্পে মৃদুল শ্রীমানী

বিশ্ব বোকা সম্রাট : এক খোঁজ
উত্তর পূর্বাঞ্চলের কোনো একটি রাজ্যে ইঁদুরের প্রবল বাড়বাড়ন্ত দেখে এক বিশালবুদ্ধি আই এ এস অফিসার মত প্রকাশ করেন যে ইঁদুরের মাংস খাওয়া চালু করলে সে রাজ্যে ইঁদুরের এই সংখ্যাধিক্য রোধ করা যেতে পারে। তা ছাড়া ইঁদুর মাংসের পুষ্টিমূল্যও কম নয়। বরং বেশি। ইঁদুরের প্রজনন হারের দিকে তাকিয়ে তিনি সোৎসাহে ইঁদুর চাষের কথা বলেছিলেন। তখন এক এন জি ও তাঁর এহেন বাঙনৈপুণ্যে তাঁকে “বিশ্ব বোকা সম্রাট” উপাধিতে ভূষিত করে।
সম্প্রতি রাজস্থানে এক আইনজ্ঞ যেভাবে ময়ূরের প্রজনন নিয়ে অসামান্য কথাশিল্প পেশ করেছেন, তাতে মনে হল, ওই আই এ এস অফিসারের তিনি সার্থক উত্তরসূরী। “বিশ্ব বোকা সম্রাট” খেতাবের মনোনয়নের জন্য সঠিক লোক আবার পাওয়া গিয়েছে।
তার পর হঠাৎ মনে পড়ল – আরে, প্রথমে ইঁদুর, পরে ময়ূর ! আচ্ছা, তাই তো হবার কথা! ইঁদুর আর ময়ূর যাঁদের বাহন, তাঁরা যে ত্রিশূলধারী শিবের দুই শ্রীমান ! এরপর কার বাহন আসছে?