ক্যাফে কাব্যে মৌ রায় by TechTouchTalk Admin · March 20, 2021 বদল নদীটাও তো বদলে যায় গ্রীষ্মের পরে বর্ষা এলে বদনাম শুধু আমার বেলায় একটু খানি বদলে গেলে আকাশ ও তো যায় বদলে সকাল সন্ধ্যা রাত হলে মেয়েরাই শুধু চরিত্রহীন একটু খানি বদল হলে কবির কলম কথা বলে পৃথিবীর রং বদলালে মেয়েরাই শুধু নষ্ট হয় সে রং গায়ে মাখলে।। ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুনSpread the love
0 সাপ্তাহিক ধারাবাহিকে শাশ্বতী নন্দী (পর্ব – ৪) May 30, 2020 by · Published May 30, 2020 · Last modified July 11, 2020