উত্তুরে হাওয়ায় সাইবেরিয়ান পাখিগুলো চঞ্চল হয়ে ওঠে
মিলনের নেশায় মেতে ঘর ছেড়ে বেরিয়ে পড়ে ওরা ,
পথে আসতে আসতে জোড় বাঁধে , বাঁধা পড়ে প্রেমে ,
তারপর একদিন পথের প্রেম ভুলে ফিরে যায় আপন নীড়ে ।
জানো আমি সারাবছরই অপেক্ষা করি উত্তুরে হাওয়ার
নতুন করে তো আর হিমশৈলের শৈত্যপ্রবাহে আক্রান্ত হবার ভয় নেই
মেনোপজ কি শেষকথা ? রূপ রস গন্ধ বর্ণের অপর নাম শীতলতা
নিভে গিয়ে জ্বলে ওঠার জন্যে চাই একটা দেশলাই কাঠি ।
শরীরের আগুনে মনের রসেই যে নতুন গুড় জ্বাল দেয় চাষী
নবান্নে সে গুড়ের ঘ্রাণ দুহাতে নিয়ে উত্তুরে হাওয়াকে চুম্বন করে
দক্ষ চাষীর মুখে ফুটে ওঠে বিন্দু বিন্দু ঘাম
আম্রপালিদের মেনোপজ হয় না ।।