কবিতায় পদ্মা-যমুনা তে মাসুদ পথিক

ঘুম কিংবা কবর
ঘুমাবে? ঘুমের পথে পথে মৃত্যুকে রেখে দিয়েছে কেউ
এসো, পেরিয়ে এসো
মারা যাবার পর আমি, পাশে, আমার সন্তান এসে দাঁড়ালো,
বাবা কাঁধে হাত রেখে বললো,
এতো দেরি করেছিস?
লেইট করে ঘরে ফেরা তোর গেলো-ই না!
আচ্ছা, এখন বস এই মাটির দোকানে
বস হাতপা ছড়িয়ে
এক কাপ দুধ চা দিই, কেমন?
বৃষ্টি হচ্ছে বাহিরে, তুমুল
তাই কারো কান্না-ই শোনা যাচ্ছে না
চায়ের কাপে টপটপ করে পড়ছে অশ্রু,
শূন্যতার শান্ত জলকণা
শিয়রে, এসে জমা হচ্ছে সব না-লেখা কবিতার হাহাকার
ঘুম, পেরিয়ে এসেছে মৃত্যুর পর্বত, অতীত
আমরা তিনজন নির্ঘুম, মুখোমুখি;
অঋব, আমি আর বাবা..