মার্গে অনন্য সম্মান মধুরিমা ব্যানার্জী (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ১১৬
বিষয় – প্রেম
শূন্য হিয়ার বুকে
অর্ণা দাঁড়িয়ে দেখছিল রেললাইনের সমান্তরাল পাত।
ভাবছিল এমন দিনে সুপর্ণের হাতে মোহরকুঞ্জে রেখেছিল হাত।।
আজ একটিবার দেখা করার দরকার।
এই দিন যদি আর না আসে একবার
কৃষ্ণচূড়া সাক্ষী তাদের প্রেমের গালে টোলপড়া হাসির উল্লাস।
ফুতকারে যেন মনমরা অর্ণা গুনছে প্রেমের ইতিহাস।।
ভাবতে ভাবতে ছেদ পড়ে ভাবনায় ঐ বুঝি সুপর্ণ সাঁঝেরবেলায়।
জীবন এক আতসবাজী বিচ্ছেদেই রাজী কেন এই কালবেলায়?
সুপর্ণের এই আছি ভালো আছি অস্থিরমতি মন
ক্যাজুয়াল খুব বোঝেনা সম্পর্ক টিকিয়ে রাখা কঠিণ।।
সুপর্ণ বল্গা হরিণ ভাবে যা হবার তাই হোক।
লাইফ ফর ওয়ানটাইম চান্স এটাই দরকারী গোল।।
আজ অপেক্ষায় দাঁড়িয়ে অর্ণা দোলাচলে দোটানায়।
হাতছুটে যদি সম্পর্ক কফিনে পেরেক লাগে সেটা কোন আছিলায়?
এসব আবোলতাবোলে সুপর্ণ এসে হাতটা চেপে ধরে।
সব ভয় শেষ শূন্য হিয়া ব্যস্ত দুপুরে আঁখি শুধু ভরে।।
…রেললাইনের সমান্তরাল পাত যেন মিলতে চেষ্টা করে…।।।