সরল বিশ্বাস থেকে বলছি
পিসা শহরে
তোমাদের হিরণ্ময় বাড়িটির দিকে তাকালে
আমি ভুলে যাই
আমার ডোমনীজন্মের প্রত্ন ইতিহাস….
সমস্ত স্তব্ধতা মুঠোয় নিয়ে প্রলাপ বলতে থাকি
আমিই আসলে পৃথিবীর আদিম জ্যোতিষ্।
একদিন গভীর রাতে গোপন চিঠিতে
গ্যালিলিও আমাকে লিখেছিলেন-
পৃথিবীর যত পরিচ্ছন্নতা লুকিয়ে আছে
প্রতিটি প্রার্থনা গৃহে,
পৃথিবীর যাকিছু গোপনীয়তা বন্দি রয়েছে প্রতিটি বাকরুদ্ধ কারাগারে…
রূপকথার হাভাতে পাড়ায়
প্লাবনে ভেসে গেছে আমার নিশুতিরাত
ইন্টারভিউর লাইনে দাঁড়ানো মুহূর্ত গুলো
এখন শুধু
দুমুঠো সাদা ভাতের অপেক্ষায়…