সাপ্তাহিক ধারাবাহিক কথা সাগরে মৌসুমী নন্দী (যাপন চিত্র – ৩৮)

যাপনচিত্র – ৩৮

ক্যানোপি

সময়টা বড়ই ম্যাড়মেড়ে ৷ আকাশ যেমন রামধনুর রংহীন হয়ে ধুসর হয় তেমনই মুহূর্তগুলো যেন বড়ই ছায়াধারী৷ অভিমানের সান্নাটা চারদিকে৷ অদ্ভুত এক ধ্বংসের ছাপ৷ স্মৃতি আর বিস্মৃতির অসম্ভব অন্ধাকারের স্থবির নিরস অক্ষরের অবয়ব…যেন ফোঁটা ফোঁটা ঘাম পৃথিবীর অভিমানের ৷ প্রকৃতির কলম নীরবতার লাল চেলীতে ঢাকা ৷ লুকিয়ে রাখা অভিমানগুলো মৌনতার চাদর খুলে উড়ে বেড়াচ্ছে বাতাসে৷ আজ শুধু মনকেমনের পালা ৷ ডিপ্রেশনের হায়ারোগ্লিফিক্সে এখনো ছলকে উঠতে চায় চুপকথারা উপমাহীনভাবে৷ অহেতুক ব্যাকুলতায় চিলেকোঠার বন্ধ দরজা আবার খুলে যায়। অহেতুক শব্দগুলো দলছুট হয়ে নির্লিপ্তিতে ঝড় তোলে মৌন চেতনায়। খেলাহীন মৌনবিষাদ আলমোড়া ভাঙে অগোচরে ক্যানোপির অনুতাপে অগোছালোভাবে৷ বুকের ভিতরের নদীও ক্লান্তিতে শুকিয়ে যাচ্ছে৷ অভিমানে মুখ ঘুরিয়ে নিচ্ছে৷ নদী বোঝে ভালোবাসার রঙ ,স্পর্শ। কান পাতে রশ্মিকা নিজের বুকের উপর। অনুভব করে অভিমান, নিজেকে নিভিয়ে ফেলার আগেই৷ ক্লান্ত নদী এদিক-ওদিক খোঁজে ভালোবাসার সুর। সহজ পাঠ হয়ে ধরা দেওয়ার আগে, অন্তরের ভালোবাসার কাছে দেরী হবার আগে রশ্মিকা খুঁজে নেয় হলুদ পাখিদের।
পতাকা ওঠে তখনই। স্বাধীনতার।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।