ক্রমশঃ ধুয়ে মুছে যাচ্ছে সমস্ত অভিমান তবুও অভ্যাসবশত উঠে আসে মেকি যাপন ৷দায় নেই খুচরো জমানোর ৷ নেই আর খেলা কথা কাটাকাটির ৷ একটা ভিজে যাওয়া যাপনের খোঁজে চলেছে সারাপথ ৷ প্রতিটা মুহূর্ত ভাসছে কিছুটা খোঁজের অভ্যাসে ৷ নিষাদ মুহূর্তগুলো কাগজের নৌকার মত ভেসে ভেসে যায় হৃদয় নদীতে ৷ কথারা বড়ই অবুঝ হয় ৷ বুদবুদের মত ভাসতেই থাকে ৷ কথা কোনো অস্ত্র নয়, তবে কথায় কত মানুষকে সহজেই হত্যা করা যায়৷৷ কোনো কোনো কথার এক আশ্চর্য নীরবতা থেকে যায় ৷ শব্দ থেকে শব্দাতীত পথ বেঁকে যায় কখন বোঝাই যায় না ৷
সবার মনের মধ্যেই থাকে একটা পরিধি ৷সেখানে তার প্রিয় মানুষেরা ভীড় করে থাকে ৷ তবুও সব সম্পর্ক গুলোই আজ আপেক্ষিক ৷ জামার এক্সট্রা বোতামের মত জড়িয়ে থাকে ,ছেঁড়া যায় না , সেলফে গুছিয়ে রাখা বই এর মতো ৷ ফিরে তারা কখনো পদ্যের মতন কখনোবা গদ্যের মতন ৷ কাউকে কখনো সমস্ত কথা ভণিতাহীন ,অগোছালো ভাবে বলেছো ?? নষ্টভাষাকে ভাসিয়ে দিতে পারলে আকাশে ক্রমশঃ ছুঁতে পারি প্রান্তিক মাটি ৷ সেই সব ক্ষতের সরণী বেয়ে নেমে আসবে কুয়াশার নিবিড় সোহাগ ,যেখানে আমার শব্দরা শেষ শয্যা পেতে শুয়ে থাকবে পোষাকহীন ভাবে ৷