ক্যাফে কাব্যে মহ:মহসিন হাবিব

চেনা দুটি চোখ
চোখ দুটি কবেই খেয়ে নিয়েছে কবরের মাটি
তবুও আমার চোখে মুছে যায়নি সেই উদার আকাশের ছবি
স্বপ্ন আঁকা বাঁকা উঠোনের জলছবি
উচ্ছ্বাসের নৌকায় চড়ে পাড়ি দিতাম সেলিমের মাগুরার অলকানন্দা পুরীতে
আজ বহুকাল পরে সেই কবর থেকে উঠে আসা
ফুলবাগানের মোড়ে
ধূমকেতুর আগমন বার্তা প্রকাশ
মাটির গন্ধের টানে…
খুনসুটি আর সুটিয়ে খুন হবার উপক্রম ফিরে ফিরে আসে যখন জলছবির মত প্রিয় দুটি চোখ।