|| কালির আঁচড় পাতা ভরে কালী মেয়ে এলো ঘরে || T3 বিশেষ সংখ্যায় মৌসুমী মণ্ডল দেবনাথ

সাঁতার
ঝরে যাওয়া পাতাদের দেশে ধকধক করে জ্বলছে অর্কিডের ট্যাপেস্ট্রি। যতখানি মেঘ বেঁধে রেখেছিল মা লাল ফিতে দিয়ে, সেই আদুরে বৃষ্টি হারিয়ে ফেলেছে পাহাড়ের ঘন সবুজ স্কার্ট। দুঃস্বপ্নকে বারবার গোলাপজলে ধুয়ে নিতে চেয়েছিল নাসরিন আর দুর্গারা। শেখানো সংস্কৃতি ভুলে বন্য সেই মানুষের আলাপন ছুঁয়ে দেখে প্রাচীন ক্যামেরা। আমাদের অসংখ্য অন্বয় ভেঙে ভেঙে ঝরে যায়, ধুলো হয়, আর দক্ষিণমুখী বাতাসে উড়ে যায়…উড়ে যায়…
রাজারা পোড়াতে পারেনি আদিম ধমনীতে আঁকা লাল ক্রিপ্টোগ্রাফি। এই বিশ্বের যাবতীয় কুহকবাষ্পে লেখা ছেঁড়া ছেঁড়া প্রমিত অক্ষরেরা উড়ে যায় সন্ধের হলুদ আলোয়।পুরোনো সেই চিরকুটে কবে কেউ লিখে গিয়েছিল আজ থেকে আদিম রূপকথাদের দেহ শিখে নেবে মানুষদের মতো সমুদ্রে সাঁতার …