দিব্যি কাব্যিতে মালা মিত্র

মাপ
টক্সিন জমেছে কোষে কোষে,
চাহিদা পারদ উর্দ্ধগামী।
ভালবাসা প্রবায়োটিক পেলে মেদহীন।
উঁই কে সোহাগ করে পোষা,
সে কখনো ভাল ছেলে ছিল?
তিনবেলা ইনসুলিন সট্,শতজট।
শুরুটা নিয়ম মেনে হ’লে
আখের গোছানো।
একপেশে ভালবাসা অসুখ গভীর,
এ্যানাস্থেসিয়ার মাপ বুঝে
সার্জারির টেবিলেতে তোলো।