দেখো শহরটা আজ কত থমথমে, থমকে গেছে সব চলাচল থমকে গেছে প্রতিটা মানুষ, বন্ধ আজ ব্যস্ততার কোলাহল বন্ধ হয়েছে উপার্জন, রোজগারের পায়ে পড়েছে তালা আর অসহায় মানুষ গুলো বুঝছে আজ কাকে বলে খিদের জ্বালা *উন্নয়ন* সেতো ধনীদের জন্য, ওদের তালে তাল মেলাবে যারা আর দিন শেষে এই অসহায় মানুষগুলো – সম্মানের মতোই ত্রান থেকেও বঞ্চিত আজ তারা রাতের শেষে আঁধার ঘোচে, আসে নতুন আলো সেই আশাতেই গুনছি প্রহর, বহুদিন তো গড়ালো তবে সময় এসেছে এবার, সবাই মনের চোখ খোলো তাকিয়ে দেখো পরিবর্তন আমাদের আজ হাতছানি দিলো ভুলে গিয়ে সব ভেদাভেদ খোঁজো নতুন জীবনের মানে যেখানে জীবন জীবিত থাকবে খাদ্যে আর সম্মানে আমার শহর হাসবে আবার নামবে খুশির ঢল এই দেশ তো *নেতাজির* তাই লড়াই আমাদের আত্মসম্বল লড়বো আমরা জিতবো আমরা গড়বো নতুন পৃথিবী বাঁচবো আমরা হাসবো আমরা আবার – চলো সবে মিলে নিই এই প্রতিশ্রুতি..!!