T3 || বিশ্ব কবিতা দিবস || সংখ্যায় মীরা মুখোপাধ্যায়

টাইম পাস
ষোলো সতেরো, কুড়ি বাইশ, ত্রিশ বত্রিশ
এমনকি চল্লিশ পেরোনো চরিত্রদের নিয়েও
প্রেমের পাদপীঠতলে এসে দাঁড়ান কবি।
চাঁদকে বলেন প্রকাশিত হতে, পলাশকে বলেন
ঝরে পড়তে চরিত্রদের কোলে কাঁখে
এবং ব্যাকগ্রাউন্ডে প্রেম এসে হাত রাখে
তাদের হৃদয়ে
কিন্তু ষাট প্লাস যে বৃদ্ধ ওল্ড এজ হোমের
বারান্দায় বসে জাফরানগন্ধী বিকেল কাটান
চল্লিশ বছর আগে হারিয়ে যাওয়া
প্রেমিকার কথা ভেবে তার জন্য কবিতা কে লেখে !
আর কেই বা সে লেখা ছাপে !
যখন বিকেল প্রকৃতপক্ষে মৃত্যুর গন্ধ মাখানো….
অথচ লোকটার টাইম পাস বলতে এটাই
যতক্ষণ না মৃত্যু এসে দাঁড়ায় বাইরের গেটটায়