T3 || ২১শে ফেব্রুয়ারি – হৃদয়ে বসতে বাংলা || বিশেষ সংখ্যায় মিঠুন মুখার্জী

সর্বংসহা নারী
ওগো নারী, আজ তুমি প্রনম্য সকলের কাছে।
এই পুরুষ শাসিত সমাজে একদা তোমার কোন গুরুত্ব ছিল না।
চার দেওয়ালের মাঝে বোবা হয়ে থাকতে হতো তোমায়
মুখ খুললেই চলত অমানবিক অত্যাচার, লাঞ্ছনা- গঞ্জনা।
সন্তান জন্মদেওয়ার মেশিন ছিলে তুমি, ছিল না কোনো অধিকার
তোমার সঙ্গে সঙ্গে তোমার পিতা-মাতাকে সহ্য করতে হয়েছেশত অপমান।
যেন মেয়ে জন্ম দেওয়া পুরুষ শাসিত সমাজে অপরাধ-অন্যায়।
শত অত্যাচার অপমান সহ্য করে চোখের জলে সংসার করেছতুমি।
তোমার পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না, সবাই নীরব দর্শক
তবুও তুমি হেরে যাও নি, ভেঙে পড়ো নি, তুমি যে সর্বংসহা মায়ের জাত।
আজ সময় ও সমাজ পাল্টেছে,পাল্টেছ তুমিও
আজ আর মুখ বুজে থাক না তুমি, আজ তুমি দেবী দুর্গার মতো প্রতিবাদী।
আজ পাঞ্চালীর মতো নির্ভয়া তুমি , নিবেদিতার মতো সিংহী
সর্বত্র তোমার অবাধ বিচরণ, পুরুষের সমান তুমি।
ওগো নারী, আজ তুমি প্রনম্য সকলের কাছে ।
আজ তুমি দেশের মানুষকে পথ দেখাচ্ছ,আজ তুমি আদর্শ
মহাকাশ থেকে মহাসাগর, রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী সবেতেই তুমি
তুমি ডাক্তার কাদম্বিনী, তুমিই সানিয়া-সিন্ধু-ঝুলন-লতা-আশা-ঊষা
এভারেস্টের চূড়ায় তুমি, কখনোবা অলিম্পিকথেকে ছিনিয়ে আনছো সোনা
ওগো নারী, আজ তুমি প্রনম্য সকলের কাছে।