T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় মৃত্তিকা মুখোপাধ্যায়

পুজোর ছবি
স্ত্রী মারা যাবার পর সারাদিনের লোক শংকরকে নিয়ে নিউ আলিপুরের অভিজাত এক flat এ একাই থাকেন প্রিয়তোষ।কর্মসূত্রে ছেলে বহুদিন বিদেশবাসী আর মেয়েও বিয়ের পরে কলকাতার বাইরে।অনেক অনুরোধ,শাসন করার পরেও নিজের বাড়ি ছেড়ে পাকাপাকিভাবে অন্য কোথাও গিয়ে থাকতে রাজী হননি প্রিয়তোষ।সারাবছর complex এর বন্ধুদের সাথে সকাল বিকেল গল্পগুজব,library,টুকটাক এদিক ওদিক যাওয়াতেই মোটামুটি সময় কেটে যায়।শুধু উৎসব অনুষ্ঠানে একটু ফাঁকা লাগে বৈ কি এখনো!স্ত্রীর কথা,অল্প বয়সের কথা মনে পড়ে।মেয়ে শ্বশুরবাড়ি এলে দেখা করে যায়।সেটা প্রতি পুজোয় নয়।এ বছর পুজোয় প্রিয়তোষ শংকর কে নিয়েই ঠাকুর দেখতে যাবেন ঠিক করেছেন।ঐ সময় বন্ধুরাও পরিবার নিয়ে ব্যস্ত থাকে।
সপ্তমীর ভোরে কলাবউ স্নান করিয়ে আনতে যাবেন বলে রাতেই পাঞ্জাবি টা বেছে রেখে ঘড়িতে alarm দিয়ে রেখেছিলেন প্রিয়তোষ।কিন্তু alarm বাজার আগেই শংকরের ডাকে ঘুম ভাঙলো।ঘুম ঘুম চোখে চশমাটা পরে দরজায় যেতেই দেখলেন হাসিমুখে ছেলে,বৌমা আর নাতনী দাঁড়িয়ে আছে দরজার বাইরে।একরাশ শিউলি ছড়িয়ে পুজো এল প্রিয়তোষের ঘরে-বেশ কয়েক বছর পরে।