উত্তর 24 পরগনা জেলার গোবরডাঙাতে নিবাস।
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় প্রথম মাস্টার ডিগ্রি এবং
পরবর্তীতে নেতাজী সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে সেকেন্ড বার বাংলায়
মাস্টার ডিগ্রি।লেখালেখি, গান শোনা এবং গান করা পছন্দ করি। বিশেষ করে
রবীন্দ্র সংগীত ও আধুনিক। নেতাজী সুভাষ ওপেন ইউনিভার্সিটির বেঙ্গল
পার্টিশন বিষয়ক গবেষণার সঙ্গে যুক্ত আছি ।বাড়িতে প্রাইভেট পড়ানো হয়
,সঙ্গে একটি এনজিওতে সমাজসেবামূলক কাজ কর্মের সঙ্গে যুক্ত আছি। বাস্তব
সমস্যাকে লেখার মধ্যে বেশি ফুটিয়ে তুলতে পছন্দ করি। আনন্দলোক পত্রিকায়
দশটার অধিক ক্যাপশন প্রকাশিত হয়েছে।
অধরা স্বপ্ন
আমারা রোজ স্বপ্ন দেখি আকাশ ছোঁয়া ভাবতে থাকি
কর্ম করব মনে করি করা আর হয় না।
সময় স্রতের ন্যায় সত্বর বয়ে যায়
স্বপ্ন কখনোই পূরণ তো হয় না।
জীবনে প্রতিবার অদৃষ্টের দোহাই দিই
প্রাণপন চেষ্টা আমরা কখনো করি না।
দু’হাত ছাড়া মোদের অজুহাত বেশি চলে
নিজের ভুল কখনো চোখেতে পড়ে না।
সফল না হলে পরে নতুন সংকল্প নিই
সবকিছু ভুলে গিয়ে পুনঃ কর্মে মন দিই।
এক একটি বছর যায় আসছে বছর আবার হবে
পিতা মাতা মনে করেন ছেলে চাকরি পাবেই পাবে।
নিজেকে প্রশ্ন করো মনে মনে প্রতিজ্ঞা কর
নিজের ভুল ত্রুটি খুঁজে খুঁজে বার করো।
অপরের দোষ ধরা একেবারে বন্ধ করো।
নিজেকে শুধরে নিলে, তোমার মেধার গুনে
একদিন স্বপ্ন বাস্তবেই হবে পূরন।
ঠকানো বন্ধ হলে একদিন ফল মেলে
সময়ের কাজ সময়ে করলে, হবেনা কখনো বিমুখ।
সময়ের কর্ম প্রকৃত ধর্ম তোমার জীবনে দেবেই সুখ।