সাতে পাঁচে কবিতায় মীরা মুখোপাধ্যায়

জারুল রঙের মেঘ
ক্যানো বেয়ে যে মেয়েটি এই দ্বীপে এলো
যে বললো তার নাম মারিয়া লিলিথ
যার বুকে স্পষ্ট লেখা ডোন্ট টাচ মি
সে কে, কোথা থেকে, কেন এলো
কেউ জানতে চাইলো না….
শুধু সবাই বললো তাকে আকারে ইঙ্গিতে
আমার সঙ্গে থাকবে….
মেয়েটি হাসলো শুধু তারপর শান্তিতে থাকবে বলে
আবার ক্যানোর বৈঠা তুলে নিল।
পড়ে রইলো এই দ্বীপ নিস্তরঙ্গ, একঘেয়ে,
মেয়েটি একাই গেল সঙ্গী শুধু হাওয়া আর
একটুকরো জারুল রঙের মেঘ।