কবিতায় মনের মানুস

ভাঙাগড়া
হাজার স্বপ্ন দেখানো রাত্রিও মুছে দেয় দু চোখের
সহস্র গড়া স্বপ্ন নয়নের ক্যানভাস থেকে তিমিত
তমস ঢেলে।
লক্ষ কোটি সভ্যতার ইতিহাসকে ধ্বংস করেও
আবার তা খুঁজে ফেরে নিশীথ রাত্রে যুগের
জোনাকি আরাধ্য আলো জ্বেলে।।
এই প্রকৃতির প্রকৃষ্ট নিয়ম — পরিবর্তন , দূরের
পর নিকট, ভাঙার পর গড়া , যা আগামীর
বার্তা আনে।
বিবেক , মনন , শিক্ষা দীক্ষা , মান অভিমান
রাগ অনুরাগ নতুন করে জাগে জীবনের পথে
ঐক্যতানে।।
হৃদয়ের অভিধানে নথিভুক্ত হয় নব নব অনুভূতি,
সৃষ্টি হয় দুঃখ , আনন্দ , ভালোবাসার মূল্যবোধ।
যখন উপলব্ধির সীমানায় পারেনা পৌছাতে
মনের কোনো মৌন-মিছিল তখনই সে হৃদয়
নিতে চায় অপ্রত্যাশিত প্রতিশোধ ।।
সুখ তো সেখানেই, যেথা অভিলাষার সুবাস
ছড়িয়ে আগামীর কোলে ঢলে পড়ে সকল
আরাধনা।।