প্রেমের ফাঁদে কবিতায় সারাদিনে মোহনা মজুমদার

মায়া

সবটুকুর ব‍্যাখ‍্যা কি এক জীবনে পাওয়া সম্ভব !!
অন্ধকারে ভাসতে থাকা এক টুকরো মিঠে আলো ;
যত গভীরে যাই তীব্র জ্বালা ধরায়
তোমার পারফিউমের গন্ধ –
লাল-নীল স্বপ্নের চিলেকোঠায়
টুক করে ঢুকে যাওয়া এক টুকরো ধূসর বলিরেখা ;
সম্পর্ক আসলে একগুচ্ছ বাঁচতে শেখার হাতছানি
ক্রমাগত মায়ার খেলা !
যেমন ঝেড়ে ফেলা ধূলো জানে
পিছুটানে লেগে থাকে এক চিলতে মায়া-
তুমি কি বলতে পারো একটা গোটা সুখ কিনতে
ঠিক কতোটা অপেক্ষা প্রয়োজন ?
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।