কবিতায় পদ্মা-যমুনা তে মুতাকাব্বির মাসুদ

সন্ধ্যার কালো তিল
এখানে আর নয়
এখানে ভিন্ন স্বাদের নষ্ট সুখের খেলা
সন্ধ্যে হয়ে এলো
এখন প্রেমের কাব্য পাঠের সময়
চলো চুম্বনের পলাশ বনে যাই
যেখানে পিউলিরা পলাশের বুকে
ঠোঁট গুঁজে সান্ধ্য পরাগ মাখে গায়
দূরে সাদা শাপলার বিল-সাদা সাদা সারস
সাদা আকাশের নীল আবীর নিয়ে খেলে
সন্ধ্যার কালো তিলে প্রেমের কাব্য লিখে
উড়িয়ে দেয় সাদা মুড়ির মতো
নক্ষত্রের তারাবাতি শরীরে
দেখবে এসো কেমন করে
সোহাগি বিকেল আদুরে গোধূলির ধুলো মেখে
লুটিয়ে পড়ে – পশ্চিমে গোলাপি চন্দন বিভাগ।