ঘুম জড়িয়ে আসা স্মৃতির ভেতর রয়ে যায়
কিছু ছুঁতে না পারা স্বপ্ন-
প্রতিবিম্ব জুড়ে খুঁজে চলা অস্তিত্য
রেলিং ধরে শতাব্দীর সাঁকো পার করে চলেছে ।
গাছেদের সারি,শীতল ছায়া ,
কোনো এক কালে এঁকে রাখা মুখ ,খন্ডচিত্র দূর্বীক্ষ –
বনমালী নস্কর লেন ধরে ছুটে চলা সময়
ঘরের ভেতর হাজার ঘর ,ভিন্ন হয়ে যাওয়া মন !
কিছু ঋন পরিশোধ করা যাবে না জেনেও
যেভাবে ভালোবাসার টানে ঋণী হতে শেখা-
কতটা আবেগ বিন্দু বিন্দু উৎকণ্ঠা রচনা করে ,
তুমি বোঝো অনিমেষ?
হারানোর ভয় বিদীর্ণ করে নদীর পাড়ভাঙার শব্দ-
হে চিরসখা,এসো, দিগন্ত জুড়ে , ছুটে এসো,
অবগাহন করো ,গ্রহণ করো আমায় ।