ক্যাফে হইচই কাব্যে মজনু মিয়া

লাল ঘুড়ি
উড়ছে ভালো দূর আকাশে
আমার ঘুড়ি লাল,
বন্ধুরা সব আফসোস করে
তাই তো হলো কাল!
কুপরামর্শ দেয় ডাকে
ঝড়ের আগে আয়,
উড়িয়ে দেব ঘুড়ি আজ
কে যে আগে যায়।
না বুঝে তাই ঘুড়ি নিয়ে
যখন উড়ায় দেয়,
ধমকা হাওয়ায় ছিঁড়ে ঘুড়ি
সবাই হাসি নেয়।
জানবে সব বন্ধু ভালো নয়
ভালো আলোকময়,
খারাপের সাথে নয় কভু
ভাববে তা নিশ্চয়।