কবিতায় মৌসুমী মুখোপাধ্যায়

এ কোন্ ধর্ম তোমার
রোজ তোমার কোমল শরীর যত্ন করি আদরে ভরিয়ে দিই
তবুও রাতদিন তুমি বাতাসের সাথে বেঁধে বেঁধে থাকো
সিঞ্চনে পরিমার্জিত করি রো’জ ,ও ললিত শরীর তোমার রূপসী হয়
বাতাসের কর্ণমূলে ছল-পিপাসার জিকির তুলে
অনুপম আকুল নয়নে তুমি মেঘায় ডাকো
কি দিই নি , যখন যা চাও তখনই তাই
সময়ে’ যদি দুঃসময় শাসায় বলো কোন্ ঋতুরাজ
করুণ আঙুলে ছড়িয়ে দেবে ছটা
যে ঘনঘটার অপেক্ষায় তোমার দিনরাত
ভবের ঘরে তার গুটি কয়দিন আসা-যাওয়া।
তুমি অঙ্গে প্রেমের ধর্ম ধারণ করো না , শুধু প্রয়োজনের ধর্ম
আমি সিঞ্চিত করি ,সুললিত করি ও তোমার সবুজ বরণ
নেমে আসি আপন আলো নিয়ে নতজানু হই প্রহরে প্রহরে
গোপনের কিনার দিয়ে গড়িয়ে পরে আমার ভালোবাসা , আর
তুমি থাকো অষ্টসখীর সাথে ভাবের ঘরে—
মনে মনে সংগোপনে মেঘ সখায় বিভোর হয়ে…….
এ তোমার কোন্ ধর্ম পরিধান করো , অঙ্গ আলো !