কবিতায় পদ্মা-যমুনা তে মুতাকাব্বির মাসুদ

শিরীষতলা
একদিন শিরীষতলায় নেমেছিলো
আটপৌরে এক ঋষি সন্ধ্যা!
সূর্য লুকিয়েছে তখন নির্বান্ধব
ঝরাপাতার আড়ালে।
আমরা দু’জন, হেঁটেছি বিশ্বাসে-নিসাসে,
গোধূলির গোলাপি হাসি,
লেগেইছিলো তোমার চন্দন সুশোভিত গালে!
সাথিরা তখন, শিরীষতলার মুখরিত আঙিনায়
চা’র কাপে ঠোঁট মেলায়-অন্যরকম উষ্ণতায়!
বিস্ময়ে দেখে-শিরীষ তলায়,
মধ্য বয়সি, প্রেমাপ্লুত যুগল পাতা
এখনো অস্তোন্মুখ অস্তরাগে
হাতে হাত রাখে
সসীম প্রণয়ে
অসীম ভালোবাসায়!