কাব্যানুশীলনে মুনমুন লায়েক
আমরা ভেঙেছি, না হয়ে এক
আমরা ভেঙেছি ধর্ম-ধর্ম করতে করতে
আমরা ভেঙেছি ভূমিখন্ডে কথা বলতে বলতে
আমরা ভেঙেছি মূখ্য বাংলায় সাহেব সেজে
আমরা ভেঙেছি রঙে ঢংঙে
আমরা ভেঙেছি প্রেমের ঘোরে
আমরা ভেঙেছি পোষাক -আষাকে
আমরা ভেঙেছি কালো-ফর্সা-বেঁটে-মোটায়
আমরা ভেঙেছি ধনী-দরিদ্র চরম রেখায়।
আমরা এক হয় নি,জন্মভূমির তাগিদে
আমরা এক হয় নি,শহীদের দেহের পাশে
আমরা এক হয় নি,দুঃখী মায়ের চোখের জলে
আমরা এক হয় নি,ক্ষুধার্ত শিশুর খাবারে
আমরা এক হয় নি,কোনো সহানুভূতির সাথে
আমরা এক হয় নি,নিজেদের ভুল বুঝতে পেরেও
আমরা এক হয় নি,প্রচণ্ড ভালোবাসা সত্ত্বেও।।