সাতে পাঁচে কবিতায় মৌ কুন্ডু (রাই)

বৃষ্টির ফোঁটা
জানিস আজ খুব মন খারাপ আমার
আজ আকাশটা মেঘলা ছিল ভারী
দুপুরবেলাতে বৃষ্টি হচ্ছিল খুব
ইচ্ছে হচ্ছিল ভীষণভাবে বৃষ্টিতে ভিজতে
ভিজতে যাওয়ার জন্য এক পা বাড়িয়ে দেখি
বড্ড কাঁপুনি হচ্ছে শরীরে
বুঝলাম জ্বর এসেছে
মুখ গোমরা করে ফিরে এলাম ঘরে
এসে ভাবলাম বৃষ্টি ভিজিনি তো কি হয়েছে
তোর সাথে না হয় বৃষ্টির ফোঁটা নিয়ে খেলব
অমনি এপাশ-ওপাশ করে দেখি তুইও নেই
একরাশ কষ্ট হলো বুকের ভেতর
জানিস মনটা মানতে চাইছিল না যে তুই নেই
তারপর চোখটা যেনো জুড়িয়ে এলো
বৃষ্টির জলের পর্দা ভেদ করে
তুই এসে দাঁড়ালি আমার সামনে
তোর হাত ধরে এক ছুটে বেড়িয়ে গেলাম বাইরে
কতক্ষন যে বৃষ্টি ভিজলাম খেয়াল নেই,
আবার খুব শীত করতে লাগলো আর
তোকে জড়িয়ে ধরতে গেলাম উষ্ণতার জন্য
কিন্তু কোথায় তুই?
তন্ন তন্ন করে খুঁজেও পেলাম না তোকে।
এক রাশ ব্যাথা নিয়ে যখন ঘরে ফিরতে যাবো
এক ঝলক পিছনে ফিরে দেখি
তুই হাসি মুখে বলছিস ‘ কথা দিয়েছিলাম বৃষ্টির ফোঁটায়
ভিজবো তোর সাথে , দেখ আমি কথা রাখি ‘
তোর সাথে বাস্তবে নয় , স্বপ্নে তো ভাসি
জানিনা এটা ভালোবাসা না ছেলে মানুষী।