প্রেমের ফাঁদে কবিতায় সারাদিনে মানস কুমার মাইতি

দ্বিমাত্রিক

নিঃসঙ্গ বৃক্ষের মতো মৌন অস্ত্রে নিজেকে ক্ষত-বিক্ষত করতেই নির্জন নদীর মতো তুমি আমাকে জড়িয়ে ধরলে।
বুকের গভীরে শীতল ল্যাব্রাডার স্রোতে ডুবে যেতে চাইলে তুমি নাবিক ইশারায় ভাসিয়ে দিলে প্রতিশ্রুতি।
আমি অক্ষাংশ ভেঙে চুরমার করি , জলবায়ু তখন হয়ে ওঠে নীল অপরাজিতার মতো ।
ঠোঁটে খড় জোগাড় করে ফিনিক্স পাখি, ইউরোপের খন্ড খন্ড মানচিত্র ও রোমান্টিক হয়ে যায়। বাম গালের তিলে পুঞ্জিভূত হয় ঘন মেঘ।
তোমার স্তন জুড়ে শুয়ে থাকে প্রজাপতি, নিস্তব্ধ আলিঙ্গন করে ইমন। আমার বেকার নগ্ন শরীরে গড়িয়ে পড়ে-
অভাব ও বোধের দ্বিমাত্রিক প্রেম।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।