তার কথা ভাবলে গা পুড়ে যায় চনমনে চৈতালি রোদে
কালবৈশাখী ঝড়ে ভেঙে চুরমার হয় স্বপ্ন ভিলা
শীলা বৃষ্টিতে নদী নালা খালবিল সব ভরে যায়
ভরে যায় সব…
তার কথা ভাবলে সরু আল পথ
এবড়ো খেবড়ো হয়ে অসংখ্য সাপের আড্ডা হয়ে ওঠে
অশোক পলাশ কৃষ্ণচূড়া করে অভিমান
বাতাসে বাতাসে ওড়ে অসমাপ্ত কবিতা
মন কেমন করা মুহূর্তগুলো অকারণে কেঁদে ওঠে…
তবু ভাবি তার কথা।
কিছু কিছু কাজ এমনও থাকে যা করা লাগে না
হয়ে যায়… হয়ে যায় একেবারেই অজান্তে…
মনে পড়ে বাঁশির মতো সুর যা লেগে আছে কানে
সেই ছোঁয়া টুকু যা কাঁপিয়ে দিয়েছিল আমার গোটা অশত্থ গাছ
সেই হাসি যা জোছনা হয়ে ভাসিয়ে দিয়েছিল মস্ত আঙিনা
সেই আলোক বন্যায় ডুবে গেছি আমি, সম্পূর্ণ ডুবে গেছি,
মিটেছে পিপাসা তোমার।
তারপর পাল্টে ফেলেছ ঠিকানা
মনে হয় খুব খুব খুব ঘৃণা করি
কিন্তু পারিনা, একটুও পারিনা…
হায়রে প্রেম, হায়রে ফুল ফোটা
অভিমান অগ্নীতে দগ্ধ হই শুধু
অমঙ্গল হয় যদি তোমার
অভিশাপ থেকে বিরত থাকি তাই
রাগে দুঃখে যন্ত্রণায় প্রতিদিন মরি
একটু একটু করে মরে যাই রোজ…