।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় মনোজ জানা
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
খড়্গ
খড়্গ সরিয়ে নাও
অশ্বমেধ যজ্ঞ চাই না আমি,
বিজয় এনে দেওয়া অশ্বগ্রীবা কম্পমান নিস্তড়িৎ উটের সমান—
দেখতে পাচ্ছো না আমার জাঙ্গিয়া ভিজে যাচ্ছে!
মরা গাঙে বান ডেকেছে রক্তপ্লাবন,
যজ্ঞ বন্ধ হোক এই বেলায়।
ফেরিওয়ালার ঝুড়িতে সদ্য কোঁচানো চাপ চাপ মাংস;
লালসার নদীতে বিপদসীমার উপরে বইছে জল—
গামছা তুলতে তুলতে বিরক্ত আমি
বাধ্য হয়ে খুলে ফেলেছি পরনের গামছা,
এবার অন্তত গুঁড়িয়ে দেওয়া হোক বলিকাষ্ঠ
নিঃশর্তে মুক্ত করা হোক অশ্বমেধ যজ্ঞের ঘোড়া।
প্রজ্বলিত অগ্নিতে আত্মসমর্পণকারী পতঙ্গের ন্যায়
অশ্বরা কেন মরণযজ্ঞে সামিল হয় জানি না,
দুয়ারে প্রস্তুত সার সার অশ্বমেধ ঘোড়া…
বিশ্বাস করো আমি কিন্তু ল্যাংটা হতে পারব না।
এবার খড়্গ সরিয়ে নাও;
দেখতে পাচ্ছো না আমার জাঙ্গিয়া ভিজে যাচ্ছে!
ব্যস্ততা
দু’দুটো ট্রেন ছেড়ে গেল
সিগন্যাল ছিল না লাইটপোস্টে
প্রস্তুত ছিল না যাত্রীরা,
পড়ে আছে জন্মদিনের কেক
তড়িঘড়ি বোঁচকা বাঁধছি
নজর রেখেছি সিগন্যালের উপর
ঊর্ধ্বে উড়ন্ত শরতের মেঘ,
তাকে কিছু বলার ছিল…
বরফমাঠে জোয়ার বুনব
প্রস্তুত হয়নি মাটি
কপালে ফুটুক স্বস্তিকচিহ্ন,
টিকিটঘর কোনদিকে!