গদ্য কবিতায় মিলন ইমদাদুল

উন্মাদ
উন্মাদ হয়ে মধ্যরাতে যখন মাতলামি করি—
পথিক আমাকে পাগল ভেবে এড়িয়ে যান
রাস্তার কুকুরগুলো ঘেউঘেউ কোরে ওঠে
আমার মাতলামি দেখে—হুইসেল বাজান
নৈশপ্রহরী। জীর্ণ শীর্ণ ময়লা কাপড় দেখে
পাবলিক আমাকে ক্ষুধার্ত টোকাই ভাবেন।
কেউ হাতে টাকা তুলে দেন ভিক্ষুক ভেবে
ওরা হয়তো জানে না আমি টাকার কাঙাল নয়—
মোহনা, কেউ না জানুক অন্তত তুমি তো জানো।
আমি তো কেবল তোমার প্রেমেই উন্মাদ—
সমগ্র পৃথিবীজুড়ে ভিক্ষা করি তোমার ভালোবাসা।