কবিতায় পদ্মা-যমুনা তে মোঃ হাসু কবির
by
·
Published
· Updated
বৈশাখে নেই আনন্দ
বৈশাখ এলো বছর পরে
আনন্দ নেই মনে
মরণ ভাবনার বাসা সবার
মনের গহীন কোণে।
ক্ষণে ক্ষণে শঙ্কা জাগায়
কোভিড নাইন্টিন
হাসি গানে বৈশাখ এলেও
ভাবায় মৃত্যুবীণ।
পান্তা ইলিশ খায় নাতো কেউ
বুকে সবার করোনার ঢেউ
বন্দি আপন ঘরে
খিদের জ্বালায় কেহ জ্বলে
ভাসে কেহ শোকের জলে
বাঁচতে সংগ্রাম করে।
ঢাকের আওয়াজ নেই কারুকাজ
মাথার উপর অপেক্ষায় বাজ
যেন বিধি বাম
নেই কলরব বটমূলে
জানি না তা কোনভুলে
বিমুখ ধরাধাম।
মঙ্গলযাত্রা নেই পথ জুড়ে
বিষন্ন মন বিধুর সুরে
করোনারই ডরে
বেঁচে থাকার আশা করে
প্রার্থনায় রয় নামাজ পড়ে
মহান প্রভুর তরে।