কবিতায় পদ্মা-যমুনা তে মোস্তফা হায়দার by · Published July 9, 2021 · Updated July 9, 2021 উড়াল দেবে ভাঙা ডানা মেলে কাহারে শোধাবেন দাদা সবুজের পিঠে চড়েছে রঙিন গাধা! যে যা নিবে নিক ঠেলা খেলেও বলে সব ঠিক! জোয়ার ভাটার স্রোতগুলো সব নিত্য জলে করছে উৎসব ভোগের জলে ভাসছে দেখি সব দ্বীপ গেলেও করবে না তারা কলরব! জাতের নামে বজ্জাতি আজ চলছে দেশে করোনারা বিদায় নেবে রক্ত খাওয়া শেষে! আমরা না হয় আর কিছুদিন থাকি হেসে খেলে ঘুম ঘোরে তারা উড়াল দেবে ভাঙা ডানা মেলে। ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুনSpread the love
0 মেহেফিল -এ- শায়র আবদুল লতিফ জনি (নির্বাচিত কবিতা) April 24, 2020 by · Published April 24, 2020 · Last modified May 29, 2020